শুক্রবার বিকেলে যশোরের শার্শা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চৌগাছা যাওয়ার পথে ঝিকরগাছা বিষহরি গ্রামে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন এক যুবক। নিহত যুবক যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আকরাম হোসেন (২২)। এর উপর লেখা পর্যন্ত কোন মামলা হয়নি লাশ মর্গে রয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আকরাম হোসেন (২২) মোটরসাইকেল যোগে শার্শা উপজেলা থেকে নিজ বাড়ি চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেল চালক আকরাম হোসেন ঝিকরগাছার বিষহরি গ্রামের খালপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত মুখ থেকে আরেকটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আকরাম হোসেন (২২) গুরুতর আহত হলে তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন তাদের স্বজনরা।