দোয়ারাবাজারে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচির

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম; দুয়ারাবাজার, সুনামগঞ্জ) : : | প্রকাশ: ১৪ জুন, ২০২৫, ০৬:০৭ পিএম
দোয়ারাবাজারে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচির

‎কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দোয়ারাবাজারে মোছা. রুকশানা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মোছা. রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। অভিযুক্ত মো. জসিম উদ্দিন (২৬) একই গ্রামের মৃত. ওয়ারিছ আলীর ছেলে এবং নিহতের ভাতিজা। 

‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মো. জসিম উদ্দিন তার চাচি রুকশানা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার বিচার সালিশ হয়েছে । শুক্রবার সন্ধ্যায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মো. জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে রুকশানার ওপর হামলা চালায়। চিৎকার শুনে আশপাশের মানুষ এসে রুকশানাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার চার বছরের মেয়ে মোছা. তোফা আক্তার আহত হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে