গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ১৪ জুন শনিবার বিকেলে ঘোষণা করা হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে পৃথকভাবে উপজেলা ও পৌর বিএনপির এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির নব গঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন নুরুল ইসলাম সিকদার, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এম আনোয়ার হোসেন। কমিটিতে মোট ৪১ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে ।