সচিবালয়মুখী লংমার্চে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৫ জুন, ২০২৫, ০৬:২২ পিএম | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৩:১০ পিএম
সচিবালয়মুখী লংমার্চে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের ঘোষিত ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়োগপ্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একের পর এক পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্য করে লাঠিচার্জ করা হয়।

আহত বা গ্রেফতারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি তথ্য জানা যায়নি। তবে ঘটনার পর পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক অবস্থান নেয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৮ জুন একটি গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছিল।

এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নিয়োগপ্রত্যাশীরা রোববার তাদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেন। তারা সচিবালয়ের অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন।

ঘটনার পরেও নিয়োগপ্রত্যাশীরা ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়েছেন। তাদের দাবি, বছরের পর বছর ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার বেদনা ও ক্ষোভ থেকেই তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে তাদের এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন অনেক আন্দোলনকারী।

আপনার জেলার সংবাদ পড়তে