বরিশালে নেই করোনা পরীক্ষার কিট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৩:৪৮ পিএম
বরিশালে নেই করোনা পরীক্ষার কিট

দেশে আবারও দেখা দিয়েছে করোনা মহামারি। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। তবে এখনও বরিশাল বিভাগে করোনা পরীক্ষার কিটসহ অন্যান্য উপকরণ না থাকায় আতঙ্কে দিন কাটছে দক্ষিণাঞ্চলবাসীর। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের দুইটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ছয়টি সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা পরীক্ষার কিটসসহ অন্যান্য উপকরণ নেই। ফলে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা করাতে আসা রোগীরা। একাধিক রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, করোনা মহামারির লক্ষন দেখা দিলেও পরীক্ষা না করতে পারায় এখনও তারা নিশ্চিত হতে পারছেন না করোনা আক্রান্তের বিষয়ে। এতে নিজেদের জীবনের যেমন ঝুঁকি বাড়ছে, তেমনি আতঙ্ক বাড়ছে সব জায়গায়। 

রোববার (১৫ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, নানা কারনে করোনার পরীক্ষা-নিরীক্ষায় একটু বিলম্ব হচ্ছে। তবে আগামী ২/১ দিনের মধ্যেই করোনা পরীক্ষার কিটসসহ সব উপকরণ চলে আসবে। কিটসসহ অন্যান্য উপকরণ চলে আসার সাথে সাথেই পরীক্ষার কাজ শুরু হবে। এছাড়া বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল ও ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ব্যবস্থা চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার জেলার সংবাদ পড়তে