বাঘায় সাইন বোর্ড টানিয়ে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৪:৩৩ পিএম
বাঘায় সাইন বোর্ড টানিয়ে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ
রাজশাহীর বাঘায় সাইন বোর্ড টানিয়ে বিএনপি নেতা রেজাউল করিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১ টায় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী আসলাম হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন, আমার ও পিতার বাউসা মৌজায় তিনটি দাগে ৯৮ শতাংশ ক্রয়কৃত জমি ৪৫ বছর যাবত ধরে ভোগদখলে রয়েছে। এই জমি বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম তার লোকজন দিয়ে জোর পূর্বক দখল করে সাইন বোর্ড টানিয়ে দিয়েছে। এ দিকে আড়ানী জোতরঘু গ্রামের জামাল উদ্দীনের ওয়ারিশ দাবি করে রেজাউল করিম ২৭ শতাংশ জমির উপর ১০টি আমগাছ ও ৪৫ শতাংশ জমিতে রোপন করা ভুট্টা কেটে নিয়ে গেছে। ১২ জুন ২৬ শতাংশ জমিতে সাইন বোর্ড ঝুলিয়ে দখলে নিয়েছেন। সাইন বোর্ডে লেখা হয়েছে এই জমির মালিক মরিয়ম বেগম ও জাহিদুল ইসলাম (খালেক)। ১৩ জুন সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা রেজাউল করিমের ১০-১২ জনের একটি দল আসলাম হোসেনকে হত্যার উদ্দ্যেশে লৌহার রড়, হাতুড়ি, হাসুয়া নিয়ে বাড়ি ভাংচুরের চেষ্টা করে। এ সময় ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেন আসলাম হোসেন। ৭২ শতাংশ জমির শর্ত নিয়ে আসলাম হোসেনের পিতা আমির উদ্দীন বাদি হয়ে একরাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এই মামলায় আদালত আমির উদ্দিনের পক্ষে ডিগ্রী দিয়েছেন। ৫ আগষ্টের পর ক্ষমতার প্রভাব বিস্তার করে রেজাউল করিম বিক্রতাদের পক্ষে ওয়ারিশ দাবি করে জমি দখল করেছেন বলে দাবি ভূক্তভোগীর। এ বিষয়ে বাউসা ইউনিয়ন পিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ওয়ারিশ স্বত্তে জমি পাওনাদার, তাই জমি দখল করেছি। বাঘা থানর ওসি আফম আছাদুজ্জামান বলেন, আসলাম হোসেন নামের এক ব্যক্তি জমি জবরদখল ও ভয়ভীতির বিষয়ে একটি অভিযোগ করেছেন
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে