টানা দীর্ঘ ছুটির পর আজ রবিবার ছিলো সরকারি অফিস খোলা প্রথম কর্মদিবস। কিন্তু খোলার দিন সেনবাগ উপজেলার অধিকাংশ কর্মকর্তা ছিলেন কর্মস্থলে অনুপস্থিত। বেলা ১১টা দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের বিভিন্ন দপ্তর সরেজমিনে ঘুরে দেখা গেছে অধিকাংশ অফিসে দরজায় তালা ঝুলছে। আবার কয়েক টি দপ্তরের দরজা খোলা রেখে ফ্যান চালানো থাকলেও দায়ীত্ব প্রাপ্তরা ছিলো অনুপস্থিত।
দীর্ঘ ছুটির পর অফিস খোলার প্রথম দিন অনেক সেবা প্রত্যাশী উপজেলা পরিষদে এসে দপ্তরগুলো বন্ধ থাকায় সেবা না পেয়ে খালি হাতে পিরে গেছে। এসময় অনেকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এব্যপারে সেনবাগ উাপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিনের সঙ্গে দেখা করে অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দীঘ ছুটির পর অনেক শনিবার কর্মস্থলে পৌছেছে এবং অনেকে রওয়ানা দিয়েছে কিন্তু যানঝটের কারনে সময় মত কর্মস্থলে পৌছতে বিলম্ব হচ্ছে বলে জানান।
অনুপস্থিত কর্মকর্তা হলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামেুল হক,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটটর মো.ইসমাইল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা কে.এম মাহফুজুর রহমান,উপজেলা আইসিটি কর্মকর্তা মো.ফারুক হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার,জাতীয় মহিলা সংস্থার কো-অডিনেটর হারুনুর রশিদ ও উপজেলা আনসার বিডিডি কর্মকর্তা ঊম্মে সালমা।