রাজশাহীতে

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৬:৫৯ পিএম
কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ
রাজশাহীতে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন আলু চাষিরা। রোববার (১৫ জুন) দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন আলু চাষিরা। আলু চাষিদের অভিযোগ, বাড়তি ভাড়া দিতে না চাইলে কোল্ড স্টোরেজ থেকে এখন আলু বের করতে দেওয়া হচ্ছে না। সময়মত আলু বিক্রি করতে না পারলে তারা লোকসান গুণবেন। কৃষকেরা জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। এবার আলু ওঠার সময় ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তখনও তারা বিক্ষোভ করেন। কিন্তু ভাড়া কমানো হয়নি। এখন আলু বের করতে গেলে কেজিপ্রতি ৮ টাকা করে চাচ্ছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। চাষীরা জানান, মৌসুমের শুরুতে ভাড়া বাড়ানো হলে তারা আন্দোলন করেছিলেন। তখন ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিলো প্রশাসন। কিন্তু কৃষকদের কোন আশ্বাসের বাস্তবায়ন হয়নি। ভাড়া কমানোর কথা থাকলেও এখনো বস্তা প্রতি ৫৬০ টাকা বা কেজিতে প্রায় ৮ টাকা করে নেওয়া হচ্ছে। যারা ৫৬০ টাকা দিচ্ছেন না তাদের আলু বের করতে দেওয়া হচ্ছে না। রাজশাহী জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলী, সাধারণ সম্পাদক মো. মিঠু, সহ-সাধারণ সম্পাদক আবদুল গাফফার, কোষাধ্যক্ষ আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন। এ বিষয়ে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে