বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এটিএসআই ও এক কনেস্টেবলকে ছুরিকাঘাতে আহত করে আসামি পলায়ন করেছে। রোববার (১৫ জুন) সকাল ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন উপশহর ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাসান বাসির।
পুলিশের এই কর্মকর্তা জানান, জি আর মামলার এক বছর সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তার করতে যায় উপশহর ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য। পুলিশ ঝোপগাড়ি এলাকায় অভিযানে গেলে নিশান ওই দুই পুলিশ সদস্যকে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও অন্যান পুলিশ সদস্যদের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন আছেন। আর অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।