বকশীগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৭:১৪ পিএম
বকশীগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বাসের ধাক্কায় জিসান (১০)    নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫জুন)  বকশীগঞ্জ - রৌমারী মহা সড়কের রামরামপুর খেওয়া ঘাট বাজার এলাকায় এই দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গ্রাম এলাকার শহিদ জামানের ছেলে । 

স্থানীয় সূত্রে জানাগেছে, জিসান সকাল ১১টার দিকে বাড়ী থেকে সাইকেল মেরামতের জন্য স্থানীয় রামরামপুর খেওয়া ঘাট বাজারে যায়। বাজার  থেকে সাইকেল মেরামত করে বাড়ী ফেরার পথে  বকশীগঞ্জ - রৌমারী সড়কে রামরামপুর খেওয়া ঘাট বাজার এলাকায় পৌঁছালে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকা গামী মুকুল পরিবহনের একটি বাস ঢাকা মেট্টো-ব ১৩.১৭৯৪ 

পেছেন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু জিসান গুরুত্বর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইস্তিয়াক আহমেদ জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে