দীর্ঘ বিরতির পর আবারও দেশে করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার (১৪ জুন) সকাল ৮টা থেকে রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক পুরুষের মৃত্যু হয়েছে, যিনি ছিলেন ঢাকা বিভাগের এক সরকারি হাসপাতালের রোগী। একই সময় নতুন করে আরও ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময়ে মোট ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন। দেশের মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।
এদিকে, সর্বশেষ মৃত ব্যক্তি ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন পুরুষ। তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার (৫ জুন) প্রায় এক বছরের ব্যবধানে দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জন এবং এ পর্যন্ত দেশে এক কোটি ৫৭ লাখ ২৭ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ, সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ, এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। সর্বশেষ বড় ধরনের সংক্রমণ দেখা গিয়েছিল ২০২২ সালের দিকে। এরপর আক্রান্তের সংখ্যা কমে এলেও সাম্প্রতিক এই মৃত্যুর খবরে করোনাভাইরাস নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।