শেরপুরে ছাত্রলীগ নেতা আটক

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৭:২১ পিএম
শেরপুরে ছাত্রলীগ নেতা আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সহ-সভাপতি শাহিনুর ইসলাম মুক্তাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শেরপুর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহিনুর ইসলাম মুক্তা গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলা চালান এবং তাদের আন্দোলনে বাধা দেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, আটক ছাত্রলীগ নেতা মুক্তাকে রোববার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে