রাজশাহীর তানোর পৌর শহরে অবস্থিত প্রায় শত বছর ধরে থাকা একটি খেলার মাঠ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করার অভিযোগ উঠেছে। আর অবৈধভাবে এ মাঠটি দখল করতে কৌশল হিসেবে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইসলাম ধর্মীয় এক শিক্ষা প্রতিষ্ঠানকে। এতে করে ঐতিহ্যবাহী এই খেলার মাঠটির সংস্পর্শে থাকা প্রায় ৫০ হাজারের অধিক মানুষের মধ্যে আরো ক্ষোভের সঞ্চার ঘটেছে। তাদের ভাষ্য মতে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনে এলাকাবাসীর মধ্যে আলোচনার মাধ্যমেও খেলার মাঠটি সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার একটি সুব্যবস্থা করা যেতে পারতো। শতবর্ষী খেলার মাঠটি প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ এবং একতরফাভাবে দখলের ঘটনায় রবিবার (১৫ জুন) দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তানোরের গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ - ইয়্যাস যৌথভাবে এ অভিযোগ দাখিল করে।
দাখিলকৃত গোকুল মথুরা ফুটবল ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওনের যৌথস্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা গেছে, রাজশাহী জেলার তানোর থানার মথুরা মৌজার ৩৮ নং খতিয়ানভুক্ত (জে.এল নং ১৫৩, রে: সার্ভে নং ৬, দাগ নং ৯৩) খেলার মাঠটির পরিমান ১ একর ০৬ শতাংশ। রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামে থাকা প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলার মাঠটির সংস্পর্শে এসেছে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ। যার মালিক গোকুল ও মথুরা পক্ষে ফুটবল ক্লাবের সেক্রেটারী। মাঠটিতে এ পর্যন্ত প্রায় ২৫০টির অধিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।
ওই অভিযোগে আরো বলা হয়েছে যে, তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের আবেগ এই প্রাচীন ঐতিহ্যবাহী খেলার মাঠটি দখল করতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ২০২৪ সালের মার্চ মাস থেকে ‘গোকুল মথুরা দাখিল মাদরাসা’ কর্তৃপক্ষ তৎপর হয়। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের খেলার জন্য অভৈধভাবে মাঠটি দখল করলেও তা না রেখে এখন ভবন নির্মাণের অপচেষ্টাও চালাচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দাখিলকৃত অভিযোগে তিনদফা দাবি উত্থাপন করে সরেজমিনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা মিললে দাবিসূমহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ও পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে রবিবার বিকেলে প্রাপ্ত অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন দায়িত্ববান ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।