বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজারস্থ এক ভ্যান চালককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একটি দুর্বৃত্তদল। ঐ ভ্যান চালক বর্তমান গুরুতর আহত অবস্থায় চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার (১৪ জুন) বিকাল ৫টায় প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী মোল্লাহাট উপজেলার আড়ুয়াঢিহি গ্রামের মৃত: আশরাফুল আলমের ছেলে ভ্যান চালক জিহাদ শেখ চিতলমারী উপজেলার নালুয়া বাজার অছিক এর চায়ের দোকানের সামনে রাস্তার ওপর ভ্যান গাড়ী নিয়ে দাঁড়ান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে নালুয়া গ্রামের সরোয়ার শেখের ছেলে মোঃ পলক শেখ (২৩), মোঃ ফরহাদ আহম্মেদ শুভ (২৬), বড়বাড়িয়া গ্রামের মৃতঃ মালেক শেখের ছেলে জয়নূল আবেদীন মিঠু (৫৫) দের হাতে থাকা রাম দা’ ও লাঠি-সোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আসামী মিঠুর হুকুমে পলকের হাতে থাকা রাম দা’ দিয়ে ভ্যান চালক জিহাদ শেখের মাথায় কোপ মারলে তা ঠেকাতে গিয়ে তার বাম হাতের কনৈয়ের উপরে লেগে গুরুতর জখম হয় এবং মাটিতে লুটে পড়ে। এ অবস্থায় একই ব্যক্তি তার পেটে রাম দায়ের কোপ দিলে সে পূণরায় জখম হয়। এ সময় আসামী শুভর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ভ্যান চালক জিহাদ শেখকে উপয্যুপরি পিটিয়ে ফুলা জখম করে। ঘটনার পর লোকজন এসে ভিকটিম জিহাদকে উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান বিষয় সংক্রান্তে দরখাস্ত পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত প্রধান আসামী পলক শেখের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।