সেনবাগে যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৫, ০৮:৪২ পিএম
সেনবাগে যুবদল নেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন দুলালের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল করেছে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল শ্রমিকদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 রবিবার বিকেলে ফেনী-নোয়াখালী ফোরলেন মহাসঢ়কের সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট বাজারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত । শেষে ইউনিয়ন যুবদলের উদ্যোগে ড্রীম কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ্য বক্তব্য রাখেন। এই সময় থানায় দায়েরকৃত মিথ্যা অভিযোগ ও সাংবাদিক সম্মেলনে দেওয়া মিথ্য্ াবক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW