চট্টগ্রামের মিরসরাই উপজেলার ব্যাপক জনপ্রিয় পর্যটন স্পট রূপসী ঝর্ণায় গোসলে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলার বড়দারোগা হাট এলাকার রূপসী ঝর্ণায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আসিফ উদ্দিন চট্টগ্রাম সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মো. গোলাপের ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল বেলা চট্টগ্রাম শহর থেকে পাঁচ বন্ধু মিলে রূপসী ঝর্ণায় ঘুরতে যান। সাড়ে ১১টার দিকে ঝর্ণায় প্রবেশ করে সবাই গোসল করছিলেন। এ সময় আসিফ একটি কূপে নামে এবং কিছুক্ষণ পর নিখোঁজ হয়ে যায়। বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
বন্ধু মেহেদী হাসান বলেন, “আমরা পাঁচজন একসাথে ঘুরতে গিয়েছিলাম। ঝর্ণায় গোসলের সময় হঠাৎ করেই আসিফ নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ৯৯৯-এ ফোন করি।”
মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, “দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পুলিশে হস্তান্তর করা হয়েছে।”
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও বন্ধুদের মধ্যে নেমে এসেছে গভীর হতাশ