সুজানগরের কৃষিবান্ধব কৃষি অফিসার বিদায়ের পথে

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ১৬ জুন, ২০২৫, ০১:০৭ পিএম | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০১:০০ পিএম
সুজানগরের কৃষিবান্ধব কৃষি অফিসার বিদায়ের পথে

পাবনার সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামের পদোন্নতি হয়েছে। ‌ তিনি শীঘ্রই এ উপজেলা থেকে বিদায় নিয়ে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) হিসেবে যোগদান করবেন। ‌ কৃষিবিদ রাফিউল ইসলাম ২০২১ সালের ২মে সুজানগর উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেন।‌ তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই উন্নত জাতের ধান, পেঁয়াজ, পাট,‌ সরিষা‌ এবং টমেটোসহ বিভিন্ন ফসল আবাদে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন। আর এই সফলতা অর্জনের লক্ষ্যে তিনি বিভিন্ন সময় উপজেলার হাজার হাজার কৃষক-কৃষাণীকে সময়োপযোগী প্রশিক্ষণ এবং তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় সার-বীজ বিতরণ করেন।‌ শুধু তাই নয়, তিনি ওই সকল ফসল আবাদে বৈপ্লবিক পরিবর্তন আনতে সরেজমিন ফসলের মাঠে গিয়ে কৃষকদের সাথে কৃষি বিষয়ক অভিজ্ঞতা বিনিময় করেন। সেই সঙ্গে তিনি কৃষকদের যে কোন সমস্যা সমাধানে অত্যন্ত নিষ্ঠার সাথে কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের কাজে লাগান। এভাবে তিনি তার কর্ম দক্ষতা বলে এক সময় সুজানগরের কৃষক-কৃষাণীদের কাছে কৃষিবান্ধব কৃষি অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন কৃষক এবং কৃষিই‌ এ দেশের মানুষের অন্যতম চালিকা শক্তি। ‌ কৃষকদের সফলতার মধ্যেই দেশের সিংহভাগ অর্থনৈতিক সমৃদ্ধি নিহিত। সেকারণে আমি এ উপজেলায় যোগদানের পর থেকেই কৃষকদের ভাগ্যন্নোয়নে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করেছি। কতটা সফল হয়েছি জানিনা, তবে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি সরকারি যেকোনো কৃষিসেবা বা কৃষি সহায়তা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার।

আপনার জেলার সংবাদ পড়তে