কলমাকান্দায় রোড এক্সিডেন্টে যুবক নিহত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০২:৩৬ পিএম
কলমাকান্দায় রোড এক্সিডেন্টে যুবক নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন আকাশ নামে এক যুবক ময়মনসিংহ বাইপাস রোড এক্সিডেন্টে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৬ জুন) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ময়মনসিংহ বাইপাস রোড পারাপার হতে গিয়ে গাড়ীর ধাক্কায় মারা যায় এই যুবক।

পরিবার সুত্রে জানা যায়, ঈদের দাওয়াতে ময়মনসিংহ জামালপুর শুশুর বাড়িতে বেড়াতে যায় আকাশ। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। গ্যাসের সমস্যার কারণে ডাক্তারের কাছে যেতে রোড পারাপার হতে গিয়ে গাড়ীর ধাক্কায় রাস্তায় মেরে ফেলে রেখে যায় আকাশকে। পরে ময়মনসিংহ বাইপাস রোডে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাঁকে ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে