বাঘায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি আমান সাধারণ সম্পাদক লালন নির্বাচিত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৩ এএম
বাঘায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি আমান সাধারণ সম্পাদক লালন নির্বাচিত

রাজশাহীর বাঘায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার ১৭ সদস্য বিশিষ্ঠ দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে সকল সদস্যের সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ/সোনালী সংবাদ)। 

বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে সোমবার (১৬ ডিসেম্বর-২৪) বেলা ১২ টায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম। বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, ফজলুর রহমান, আমিনুল ইসলাম বনি, মঞ্জুয়ারা বেগম। 

কমিটিতে সাংঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত সভাপতি আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সহ-সভাপতি আশরাফুল আলম (বাংলাদেশের খবর/রাজশাহী প্রতিদিন), সহ-সভাপতি সাইদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ সোনালী সংবাদ), যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের পত্রিকা/রাজশাহী সংবাদ), সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম (স্বদেশ প্রতিদিন)  সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব), অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), জনকল্যান  সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা (ফটো সাংবাদিক), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রেডিও পদ্মা), সাহিত্য সম্পাদক সুব্রত কুমার (দৈনিক জনবাণী)।

নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), আসলাম আলী (নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন)।

সাধারণ সদস্য আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজবার্ত), সোনিয়া বেগম (পদ্মা টাইমস)।


আপনার জেলার সংবাদ পড়তে