শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, শরণখোলা প্রেসক্লাব, শরণখোলা সরকারী ডিগ্রী কলেজ, শরণখোল উপজেলা বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল, রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল, আর.কে.ডি.এস পাইলট হাইস্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট, বাংলাদেশ ডিজিটাল প্রথমিক শিক্ষক সমিতি, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ও শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মর্তা মোঃ শহিদুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত ও যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলীর নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতকর্মীদের একটি বর্ণাঢ্য র্যালী পাঁচ রাস্তা থেকে শুরু করে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।