দুর্গাপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ০৮:০৮ পিএম
দুর্গাপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । শনিবার (১৪ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের(৩১বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ বিজয়পুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিওপি’র দায়িত্বপুর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫১/১-এস হতে আনুমানিক দুইশত গজ বাংলাদেশে অভ্যন্তরে দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের মনতলা নামক স্থান থেকে মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি। জব্দকৃত মদের মধ্যে রয়েছে আইস ভটকা ও এসি ব­্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ। তিনি আরও বলেন, জব্দকৃত এসব মাদক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে