পাবনার ভাঙ্গুড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ৪৫ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (১৬ জুন) স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (পিএসডিও) এর উদ্যোগে তাদেরকে পুরস্কৃত করা হয়।
এদিন দুপুরে উপজেলার চড়পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সালাত প্রতিযোগিতা অনুষ্ঠানে- ৪ জনকে বাইসাইকেল ও হাতঘরি, ৫ পাঁচজনকে স্কুলব্যাগ ও ছাতা এবং বাকি ৩৬ জনকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় মোট ৫৬ জন শিশু-কিশোর অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো.আব্দুল করিম,সংগঠনের উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক ও রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন অনু,স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, মাদক ও স্মার্টফোন থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে ও তাদেরকে নামাজে আগ্রহী করে গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।