গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ, মেহেরপুর) : : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৩:৫০ পিএম
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর পানিতে ডুবে ফাহিম হোসেন(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়পুকুরিয়া  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন উপজেলার জোড়পুকুরিয়া  গ্রামের মোঃ জাহিদ হাসানের ছেলে। 

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ফাহিম বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে গায়ে কাদা লাগলে পুকুরে গোসল করতে নামে। এ সময় সবাই উঠে গেলে সে পানিতে ডুবে যায়।পরে খোঁজাখুঁজির পর না তার বন্ধুদের জিজ্ঞাসা করলে তার বন্ধুরা বলে পানিতে গোসল করতে নেমেছিল।পরে পুকুরে গিয়ে পানি ভাসতে দেখে সেখান থেকে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বানী ইসরাইল জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু মারা গেছে এমন সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য : গত চার বছর আগে একই পুকুরে ডুবে আরো একজন মৃত্যু হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে