ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২৫ এর সেরা সাখাওয়াত

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৬:৫০ পিএম
ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২৫ এর সেরা সাখাওয়াত

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২৫ এর সেরা হয়েছেন পাবনার ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত হোসেন। সম্প্রতি এর ফলাফল প্রকাশ করে বাংলাদেশ ভলিবল রেফারিজ এসোসিয়েশন। ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের কোর্স প্রশিক্ষক আন্তর্জাতিক ভলিবল রেফারি হুমায়ূন মোর্শেদ ও কোর্স পরিচালক জাতীয় ভলিবল রেফারি মো. শহীদুল ইসলাম‌ সাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। প্রশিক্ষণে অংশ নেয়া ১৪১ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি। 

সাখাওয়াত ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ছেলে ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকার ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ২০২৪ ব্যাচের শিক্ষার্থী। এছাড়াও তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ক্রীড়া সাংবাদিক,  ধারাভাষ্যকার ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ সম্পন্ন হয়। এতে ১৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকায় গত ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শেখ সাখাওয়াত হোসেন বলেন, ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদের অনুপ্রেরণাতেই পেশাদার রেফারি হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অন্তর্ভুক্ত হই। প্রশিক্ষণ কোর্সে এতো বেশি প্রত্যাশা ছিল না। তারপরও  সেরা হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

আপনার জেলার সংবাদ পড়তে