ঝিনাইদহের কালীগঞ্জে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”শ্লোগান নিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলপৈতা পারখিদ্দাহ কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,ঝিনাইদহ জোনের সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দীন,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদা, মঙ্গলপৈতা পারখিদ্দাহ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বারোবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি শফিকুল ইসলাম।
সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সোনালীডাঙ্গা ব্রীজ হতে মঙ্গলপৈতা বাজার সংলগ্ন চিত্র নদীর মুখ পর্যন্ত খালের উভয় পাশে ১০ কিলোমিটারে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হবে। দুপুরে মঙ্গলপৈতা বাজার সংলগ খালপাড়ে কাঁঠাল গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
এসময় প্রধান অতিথি দেদারুল ইসলাম বলেন, গাছ আমাদের সবথেকে বড় বন্ধু। আমাদের যেমন প্রাণ আছে, গাছেরও তেমন প্রাণ আছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা কওে, এটা আমাদের উপলদ্ধি করেেত হবে। আজ যে গাছ লাগানো হলো তা সবাই নিজের গাছ মনে করে পরিচর্যা করার আহবান করেন।