Xনওগাঁর মহাদেবপুরে সোমবার বেলা ১১টায় এনায়েতপুর ইউনিয়য়ন পরিষদ হলরুমে লোকমোর্চা গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের বাস্তবায়নাধীন 'জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পে'র অধীনে এই সভার আয়োজন করে। সভায় ইউনিয়নে বিভিন্ন গ্রাম থেকে প্রান্তিক জনগোষ্ঠী, যুব প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্য্িক্তবর্গ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইউপি সদস্য মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনায়েতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন। সভায় লোকমোর্চা গঠনের উদ্দেশ্য, সদস্যদের দায়িত্ব-কর্তব্য, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী ও প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। পরে সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে মো. হারুনুর রশিদকে সভাপতি ও মো. আজাহার আলীকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট ইউনিয়ন লোকমোর্চা কমিটি গঠন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রানী, শাখা ব্যবস্থাপক সোহেল রানা, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট সুমিতা রাণী প্রমুখ।
উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএসএস এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার ৩টি উপজেলার ১৮টি ইউনিয়নে 'জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প' বাস্তবায়ন করছে।
ছবি ক্যাপশনঃ নওগাঁর মহাদেবপুরে লোকমোর্চা গঠন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এনায়েতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন।