অবৈধভাবে বাড়ি দখল করার অপরাধে যুবলীগ নেতা আটক

এফএনএস (জি.এম.হিরু; দিনাজপুর) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৭:৪৫ পিএম
অবৈধভাবে বাড়ি দখল করার অপরাধে যুবলীগ নেতা আটক


দিনাজপুরে জোড়পূর্বক অবৈধভাবে বাড়ি দখল করার অপরাধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন মামলার প্রধান আসামী আওয়ামী যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম’কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত. মোহর ডালী এর মেয়ে মোছাঃ নুরনেহার বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে জেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সিআর ১৯৩৭/ ২৪, 

মামলা সূত্রে জানা যায়, ০৫ আগষ্ট-২০২৪ ইং তারিখে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এর পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পট পরিবর্তনের পর কিছু সুযোগ সন্ধানি চক্র এবং সন্ত্রাসীদের দ্বারা রামনগর এলাকার মোছাঃ নুরনেহার এর ছেলে মোঃ নুর নবিন এর ক্রয়কৃত সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, বসত বাড়ী যার দলিল নং- ৮১১৮, নামজারী নং- ৪৭৩৩, দাগ নং- ২১২০, হোল্ডিং ট্যাক্স নং- ২৭০৮, বৈদ্যুতিক মিটার নং- ৬১১৮৮৮ (সিঙ্গেল ফেইস), সরকারী ট্যাক্স ফাইল নং- ৩৪৬/৩ এবং চৌহদ্দিতে স্পষ্ট উল্লেখিত বিবরণ অনুযায়ী সামনের দিকে তিন শতক যা রেকর্ডিয় রাস্তা সংলগ্ন উত্তর দক্ষিণে লম্বা যেখানে নির্মাণকৃত ৩টি পাকা টিনসেট ঘর সহ টয়লেট, কলপাড় ও একটি রান্নাঘর রয়েছে। গত ৫ আগস্ট-২০২৪ প্রশাসন শূণ্য ও দেশের অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিয়ে উপজেলার রামনগর গ্রামের সূর্যশিখা আনসার কসাই এর ছেলে বিগত সরকারের চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম ওরফে মোঃ নুরুল ইসলাম, ওমর ফারুক এর ছেলে মোঃ সাইমুন ইসলাম, আব্দুল মতিন এর স্ত্রী মোঃ নাসিমা আক্তার, আব্দুল মতিন এর জামাই মোঃ আবু রায়হান’সহ অজ্ঞাত নামা ১০/১২জন দুস্কৃতিকারী পুর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি, লোহার রড, দা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নালিশী তপশীল বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে নালিশী সম্পত্তি নিজের সম্পত্তি বলে দাবী করে বাদিনীর পুত্রের ভাড়াটিয়া মোঃ সুলতান আলী’কে প্রাণ নাশের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে বাড়ী হতে বের করে দিয়ে বাড়ীটি দখলে নেয়। আসামীগন বাদিনীর পুত্রের বৈদ্যুতিক মিটার ভাংচুর করে ৩নং আসামীর নামে নতুন মিটার সংযোগ দেয়। আসামীগন হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে বলে যে, এই বাড়ীতে বাদিনীর পুত্র আসিলে তাহারা বাদিনীর পুত্রকে হত্যা করে পুতে ফেলবে। তারা কোন ভাবেই নালিশী বাড়ীতে ভাড়াটিয়া থাকতে দিবে না, এই মর্মে ১-৪নং আসামীগণ বাদিনীর পুত্রের ভাড়াটিয়াকে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে। ১- ৪নং আসামীগন আরও হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে বলে যে, তাদের কার্যক্রমে কোন বাধা দিতে গেলে তারা নালিশী সম্পত্তিতে রক্তে বন্যা বয়ে দিবে। বাদিনী ও ভাড়াটিয়ার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামীগণ ঘটনাস্থল হতে চলে যায়। 

অবৈধ কাজের সাথে জড়িত সকল আসামীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী।

উল্লেখ্য, ৫ আগস্ট এর আগে নুর ইসলাম দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলায় শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা বরকত রুবেলের সহযোগী হিসেবে কর্মরত ছিল। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ছাত্র হত্যা চেষ্টা  মামলায় এজাহারভূক্ত আসামি রয়েছেন নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম । যার মামলা নং: ১৬/২৫ জিআর নং: ৪৫২ এবং দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ আব্দুল শুকুর (১০৮) কে মারধর করা’সহ লুটপাটের মামলায় দিনাজপুর কোতয়ালী থানায় নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম এর নামে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং: ৪৫/২৫।

আপনার জেলার সংবাদ পড়তে