দুর্গাপুর পৌরসভার নবনির্মিত রাস্তার উদ্বোধন

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) :
: | আপডেট: ১৭ জুন, ২০২৫, ০৯:৩৫ পিএম : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৮:১৭ পিএম
দুর্গাপুর পৌরসভার নবনির্মিত রাস্তার উদ্বোধন

 দুর্গাপুর পৌরসভার দরপত্র বিজ্ঞপ্তি নং০৪(২০২৩-২০২৪)এর ৬টি প্রকল্পের মধ্যে ১নং প্রকল্প অর্থাৎ ৫নং ওয়ার্ডে তালতলা মোড় হইতে পশু হাসপাতাল মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ক্রসড্রেন নির্মান করণ, যাহার দৈর্ঘ ৫শ মিটার ইতিমধ্যে সম্পন্ন হওয়ায় তা জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 

১৭জুন মঙ্গলবার বিকালে রাস্তাটি শুভ উদ্বোধন করেণ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর।

এ সময় এসি ল্যান্ড মো. মোস্তাফিজুর রহমান,বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হাসান আবুচান,অফিসার ইন-চার্জ (ওসি)মাহমুদুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী উত্তম চন্দ্র দেব,বিএনপি নেতা ফরিদ আহাম্মদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন এই বাইপাস রাস্তাটি হওয়াতে অনেক উপকৃত হবে জনসাধারণ,দুঃর্ঘটনার ঝুঁকিও কমেগেছে।

২৭জুন ২০২৪ তারিখে প্রকল্প গুলির টেন্ডার আহবান করা হয়েছিল,দেশের পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রকল্প সমাপ্তের সময়সীমা বিলম্ব হলেও কাজের গুনগত মান ভালো হয়েছে বলে দাবী পৌর প্রকৌশলী বিভাগের। কাজের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা ছিল ৫৬ লক্ষ ২৫ হাজার ২৪৭ টাকা। বাঁকী ৫টি প্রকল্পও সম্পন্ন হয়েছে বলে জানান পৌর প্রকৌশলী বিভাগ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে