ত্রিশালে মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৮:৩৪ পিএম
ত্রিশালে মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন

দীর্ঘদিন ধরেই মাদকের রমরমা ব্যবসা চলে আসছিল ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের কেরানী বাড়ী মোড় এলাকার একটি নিদ্রিষ্ট স্পটে। ওই স্পট থেকেই মাদক ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকা ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ উপজেলা জুড়ে। মাদকের ভয়ালথাবা থেকে ছাত্র, কিশোর, পরিবার-পরিজন ও প্রতিবেশিসহ সবাইকে বাঁচাতে স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে অবগত করলেও বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা। মাদক কারবারিকে গ্রেফতার না করায় ক্ষুব্দ এলাকাবাসি মঙ্গলবার সকালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় বাইপাস সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

পৌর শহরের কেরানীবাড়ী মোড় এলাকায় মিনা ও মুক্তার মাদকের ব্যবসা বন্ধে স্থানীয়রা বেশ অনেকবার ত্রিশাল থানা ও স্থানীয় প্রশাসনকে অবগত করে। মাদক কারবারীদের ধরতে পুলিশ তৎপর না হওয়ায় গত ১ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন এলাকাবাসি। এলাকায় মাদক ব্যবসা ও সেবনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় এলাকাবাসী ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শ্লোগানকে সামনে রেখে কেরানীবাড়ী মোড়ে জড়ো হন বিক্ষুব্দ ছাত্র-জনতা। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মাদক ব্যবসায়ি মিনা ও মুক্তার বাড়ি ঘেরাও করেন আন্দোলনকারীরা। কাউকে না পেয়ে মাদক কারবারীদের বাড়িঘর ভাংচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। ত্রিশাল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বিক্ষোভকারীদের অভিযোগের পরও মাদককারবারী মিনা খাতুন ও তার ভাই মুক্তা মিয়াসহ মাদক ব্যবসায়িরা গ্রেফতার না হওয়ায় উপস্থিত পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ করা হয়েছে পুলিশ তাদেরকে আটক না করে  উল্টো অভিযোগকারীকে শাসিয়েছেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, “সমাজে ছড়িয়ে গেছে মাদক, আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। মাদক বেচা-কেনা বন্ধ করতে হবে।” দীর্ঘদিন ধরে কেরানীবাড়ী মোড় এলাকায় প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন চলছে। বাড়ছে চুরি ও ছিনতাইসহ নানা অপরাধ। অথচ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটি চক্রের ছত্রছায়ায় মাদক ব্যবসা বিস্তার লাভ করছে। তাদের প্রশ্ন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পদক্ষেপ কোথায় ?

আল্টিমেটাম দিয়ে স্থানীয় মজিবুর রহমান বলেন, চিহ্নিত মাদক বাবসায়িদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বুধবার বিকাল তিনটায় থানা ঘেরাও কর্মসূচি দেয়া হবে।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, আগেও মাদকের বিরুদ্ধে অভিযান হয়েছে, এখনও অভিযান অব্যাহত আছে।  

ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, মিনা নামে ওই নারীর বিরুদ্ধে মাদকের একটি অভিযোগ পেয়েছিলাম। পরে ওসিকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলাম। তিনি চেষ্টা করছেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। আমি এবিষয়ে আগে অবগত ছিলাম না, দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে