কচুয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৫, ০৮:৪৬ পিএম
কচুয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কচুয়ায় তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ১৭ জুন দুপুর ২ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ লিখন,কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান সহ উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসারগন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।