গফরগাঁওয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০১:৫৩ পিএম
গফরগাঁওয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উথুরী মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের একটি টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মোতালেব মিয়ার ছেলে সুমন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরম আনন্দপুর গ্রামের জহির আলীর ছেলে কবির (৪২)।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে (১৭ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী মোড়ে এশিয়ান হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উথুরী মোড় এশিয়ান হাইওয়ে সড়ক এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে