হরিনাকুন্ডু দুর্ঘটনায় নিহত ১

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০২:৩৭ পিএম
হরিনাকুন্ডু দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ হরিণাকুন্ডু এলাকায় স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামের একব্যক্তি নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার  হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল হুদা জেলার হরিণাকুন্ডু উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

পুলিশ জানায়, ভায়না গ্রামের মাঠের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল হুদা। এ সময় একটি স্যালো ইঞ্জিন-চালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ইতিমধ্যে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নাজমুল হুদার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে