রাসিকের কর আদায়কারী বাবলুর রহমানের বিদায় সংবর্ধনা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০২:৪৮ পিএম
রাসিকের কর আদায়কারী বাবলুর রহমানের বিদায় সংবর্ধনা
রাজশাহী সিটি কর্পোরেশনের কর আদায়কারী মো: বাবলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাসিকের সচিব মোছা: রুমানা আফরোজ। রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা মো: ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নুর-ই-সাঈদ। অনুষ্ঠানে বিদায়ী কর আদায়কারী মো: বাবলুর রহমানকে রাজস্ব বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রাব্বানী, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মো: শাকিলসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।