ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক বিজয় মন্ডলে ঘর থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় পুলিশ বাদী হয়েছে ছাত্রদলের দুই নেতাকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানান উপজেলার কাচিনা বাজারের পাশে বিজয় মন্ডলে একটি ঘরে অভিযান চালিয়েছে যৌথ বাহিন্।ী যৌথ বাহিনী ওই ঘরে অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল,দাঁ,ছুরি ও গাজাঁ,ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিদেশী মদের দুইটি খালী বোতল উদ্ধার করেছে। যৌথবাহিরনীর উপস্থিতি টের পেয়ে ওই বসতঘর থেকে পালিয়ে গিয়েছে কাচিনা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শাহীন মন্ডল (২৫) ও যুগ্ম সাধারন সম্পাদক বিজয় মন্ডল (২৪)। শাহিন মন্ডল একই গ্রামের শামছুল হক মন্ডলের ও বিজয় মন্ডল সোহরাব হোসেনের ছেলে। তারা ৫ আগস্ট ফ্যাস্টি হাসিনা পতনের পর এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে।
ওই ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদি হয়ে বিজয় মন্ডল ও শাহীন মন্ডলকে আসামী করে ভালুকা মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা (নম্বর ৩৪) দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, মাদকের সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।