ভালুকায় শিক্ষিকাসহ ডেঙ্গুতে আক্রান্ত ২

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৩:৫৬ পিএম
ভালুকায় শিক্ষিকাসহ ডেঙ্গুতে আক্রান্ত ২

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষিকাসহ দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ ও অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়ছে। আক্রান্ত শিক্ষিকার নাম প্রিয়াঙ্কা দেবনাথ। তিনি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। স্কুল বন্ধ থাকায় তিনি ঢাকার বাড়িতে অবস্থান করছিলেন। দুইদিন আগে তিনি ভালুকায় আসেন।

গতকাল (১৮ জুন) বুধবার জ্বরের চিকিৎসা করাতে ভালুকা সরকারী হাসপাতালে গেলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেয়া ডেঙ্গুতে আক্রান্ত অপরজনের পরিচয় জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান ডেঙ্গুতে দুইজনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে