শ্রীবরদীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৪:০৪ পিএম
শ্রীবরদীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘন্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সকালে উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের বটতলা মৃধাবাড়ি এলাকা থেকে ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত শিশুরা হলো স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুইজনই স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে শিশুদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খুঁজেও তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পোস্ট করে সন্ধান  চাওয়া হয়। এছাড়াও সারারাত মাইকিং করা হয়। এদিকে বুধবার সকাল ৭টায় বটতলা মৃধাবাড়ি এলাকার একটি মৎস্য খামারে দুই শিশুকে বিবস্ত্র ও মৃত অবস্থায় ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আমি নিজেও সেখানে গিয়েছি। শিশু দুটির শরীরে কোনো পোশাক ছিল না। আমরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে