শেরপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস সমাবেশ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৪:০৬ পিএম
শেরপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস সমাবেশ

শেরপুরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় শেরপুরে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১ টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি এর সহযোগিতায় সদর উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ সালমা আক্তার। 

জেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইঁয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল বাতেন।

এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার দাবি জানান 

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক- কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে