শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৫:২২ পিএম
শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৭ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান। 

আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

কর্মশালায় জানা যায়, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ২ হাজার ৮২ টি। এ মধ্যে  ৯৬.৪৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ৪ কোটি ৯২ লাখ ৯ হাজার ৫শ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুল রহমান বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে