বুধবার সকাল ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)- ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষ প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারন এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন ও মোঃ আলমগীর হোসেন। প্রশিক্ষনে ৪০জন অংশ গ্রহন করেন।