চাটমোহরে ভূমি জবরদখল, ফসল কর্তন হুমকির প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৫:৩২ পিএম
চাটমোহরে ভূমি জবরদখল, ফসল কর্তন হুমকির প্রতিবাদে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে আলমগীর-শিমুল গং এর সন্ত্রাসী কর্মকান্ড,ভূমি জবরদখল,জোরপূর্বক ফসল কেটে নেওয়া,চাঁদাবাজি,অধিপত্যবাদ ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম,আশরাফুল ইসলাম মাস্টার,মোয়াজ্জেম হোসেন,শাহ আলম,বায়েজিদ আলম বাপ্পি,বাবলু,গুলশাহানারা খাতুন,হোসনেয়ারা খাতুন,সিমা খাতুন প্রমুখ। 

উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল গ্রামের আলমগীর-শিমুল গং এর বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন মারিয়াস্থল মৌজার জমি নিয়ে আঃ মজিদ-আশরাফুল গং এর সাথে বিরোধ চলছে আলমগীর-শিমুল গং এর। আলমগীর-শিমুল গং বারবার অবৈধভাবে জমি জবরদখলের চেষ্টা করে। তারা জমি জবরদখলের চেষ্টার পাশাপাশি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙ্চুর করেছে। গত ৬ জুন আলমগীর-শিমুল গং জমি জবরদখলের অপচেষ্টা করে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলমসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় নারীসহ ৫জনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় তাদের। এরআগে আলমগীর গং ৫ বিঘা জমির বোরো ধান কেটে নিয়েছিল। আলমগীর-শিমুল গং হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন প্রতিপক্ষ আঃ মজিদ গং। 

জানা গেছে,হান্ডিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার,তার ভাই আঃ রহমান,আঃ আজিজ,আঃ মজিদ,শামসুল আলম,নজরুল,নজিরসহ আশপাশের গ্রামের কয়েকজন ক্রয়সূত্রে মারিয়াস্থল মৌজার ৮ একরের বেশি জমির মালিক। দীর্ঘ প্রায় ৪ যুগের অধিক সময় ধরে তারা এই জমি ভোগদখল করে আসছেন। এসএ রেকর্ড ও আরএস রেকর্ড তাদের অনুকূলে। এনিয়ে আদালতে মামলা চলমান। আলমগীর গং সশস্ত্র অবস্থায় বারবার জমি দখলের অপচেষ্টা করছেন। তারা কোন প্রকার সিদ্ধান্তই মানছেননা বলে অভিযোগ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম জানিয়েছেন,এজমি নিয়ে বিরোধ চলমান। কয়েকবার এনিয়ে বৈঠক হয়েছে। আমি ও ইউএনও সাহেব ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আদালতের বিষয়ে আমরা সিদ্ধান্ত দিতে পারিনা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে