ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৬:০৪ পিএম
ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনায় ছাত্রদল নেত শামিম সিকদারকে গ্রেফতারের প্রতিবাদে শরণখোলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে শামিমকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সদস্য সচিব শামিম সিকদারের পিতা মোঃ আঃ হালিম সিকদার। লিখিত অভিযোগে হালিম সিকদার বলেন,তার পুত্র শামিম সিকদার দীর্ঘ ৫/৬ বছর যাবৎ শরণখোলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছে। বিগত সরকারের রোষানলে তাকে ২০১৬ সালে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। শামিম নেশা জাতীয় দ্রব্য সেবন করে এ ধরনের কোন নজির কেউ দিতে পারবেনা। তার বিরুদ্ধে এলাকায় কোন ধরনের অভিযোগ নেই। তিনি আরো বলেন, গত ১৬ জুন পারিবারিক কাজে শামিমকে খুলনায় পাঠাই।কাজ শেষ না হওয়ায় শামিম সিকদার খুলনায় এক আত্মীয়ের বাসায় রাত্রি যাপন করে। ১৭ জুন সকালে জানতে পারি তার পুত্র শামিমকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। দলীয় কোন্দলের কারণে ষড়যন্ত্রমূলকভাবে তার পুত্রকে গ্রেফতার করা হয়েছে বলে হালিম সিকদার অভিযোগে বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ দাবী করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক,তার পুত্র দলীয় দায়িত্ব পালন করে আসছে। ৫ আগষ্টের পরে দলে অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রের শিকার হয়েছে তার পুত্র শামিম সিকদার। তিনি এব্যপারে সুষ্ঠ তদন্ত দাবী করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে