কয়রায় উত্তরণের বাস্তবায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের টেকশই সামাধন নিশ্চিত করার জন্য পদক্ষেপ (একসেস)প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্টিত হয়েছে। ১৮ জুন(বুধবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। সভার প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণের একসেস প্রকল্পের অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার। একসেস প্রকল্পের উপজেলা সমম্ময়কারী ফয়সাল মন্ডলের পরিচালনায় এতে আলোচনায়
বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মৎস্য অফিসার সমীর কুমার সরকার,শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশীদ, মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,কয়রা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, একসেস প্রকল্পের দিপন মুখার্জী, প্রকল্পের নুসজাহান মাফিয়া, মেহেদী হাসান টিটু প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক সহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।