কচুয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদের সভাকক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় তামাক বিরোধী নীতিমালা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন সম্পর্কে পাঠ করে শুনান কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো হাসিবুর রহমান।
এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা অবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক,কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশীদ, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ বদিউজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকবর হোসেন,কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তারেক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন পরিষদের সচিবগণ। কর্মশালায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ ব্যক্তি জীবনে ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ্য সহ ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ কচুয়া উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।