চাঁদপুরে পানির বিল কমানো ও স্বচ্ছ পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৭:২১ পিএম
চাঁদপুরে পানির বিল কমানো ও স্বচ্ছ পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ

চাঁদপুর পৌরসভা হঠাৎ করে পানির বিল বৃদ্ধি করায় সাধারণ খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। পানির বিল না কমালে কঠোর কর্মসূচির হুশিয়ার দিয়েছে পৌরবাসি। 

বুধবার বেলা সাড়ে এগারোটার সময় (১৮ জুন,২০২৫)  চাঁদপুর পুরান বাজার এক ও দুই নং ওয়ার্ড থেকে শতাধিক নারী পুরুষ পৌরসভার সম্মুখে পানির বিল কমানোর এবং স্বচ্ছ পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ করেন।

  ঈদুল আযহার পূর্বে হঠাৎ করে পূর্ব নির্দেশনা ছাড়াই চাঁদপুর পৌরসভার কর্তৃপক্ষ পানির বিল বাড়িয়ে দেয়। তাৎক্ষণিক পুরান বাজার থেকে নারী পুরুষ একত্রিত হয়ে পৌরসভায় বিক্ষোভ করেন। সে সময় তাদেরকে ঈদের পরে পানির বিল বিবেচনা করবে বলে শান্ত করে বাড়ি পাঠায়। পানির বিল না কমানোর কারণে তারা আবার পৌরসভায় এসে বিক্ষোভ করেন। এ সময় তারা পানির বিল বাড়লো কেন জবাব চাই বলে স্লোগান দিতে থাকে। 

আবাসিক পরিবারের জন্য পূর্বে ৫০ ইঞ্চি পানির প্রাইভের জন্য ৩০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা ৭৫ ইঞ্চি পাইপের ৪০০ টাকার পরিবর্তে সাড়ে পাঁচশ টাকা ১ ইঞ্চিতে ৫০০ টাকার বদলে ৭০০ টাকা, দেড় ইঞ্চিতে দুই হাজার টাকার বিপরীতে সাড়ে তিন হাজার টাকা ও ২ ইঞ্চির পানির পাইপের ৪০০০ এর বিপরীতে সাড়ে দশ হাজার টাকা নির্ধারণ করে পৌর কর্তৃপক্ষ।

 এ সময় বিক্ষোভকারীরা জানায়, নতুন কোন সরকার ঘটন ছাড়া পৌর কর্তৃপক্ষ কোনভাবেই পানির বিল বাড়াতে পারে না। পৌর কর্তৃপক্ষকে পানির বিল প্রতি মাসে নিলেও তারা ময়লা ও গন্ধ যুক্ত পানি পৌরবাসীকে সরবরাহ করছে। পূর্বের মতো করে পানির বিল নির্ধারণ না করা হলে পৌরসভা ঘেরাও সহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে তারা জানায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে