সুজানগরে

বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়নি বঙ্গবন্ধুর মতাদর্শের মুক্তিযোদ্ধারা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:১৯ এএম
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়নি বঙ্গবন্ধুর মতাদর্শের মুক্তিযোদ্ধারা

পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার মহান বিজয় দিবস-২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়নি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মতাদর্শের আওয়ামী  সমর্থক বীর মুক্তিযোদ্ধারা। তবে জিয়াউর রহমানের মতাদর্শের বিএনপি সমর্থক বীর মুক্তিযোদ্ধা অংশ নিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, সুজানগর উপজেলায় ২১০জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। ওইদিন সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অনুষ্ঠানে জিয়াউর রহমানের মতাদর্শের বিএনপি সমর্থক ২০/২২জন বীর মুক্তিযোদ্ধা অংশ নেয়। আর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মতাদর্শের আওয়ামী লীগ সমর্থক বেশীরভাগ বীর মুক্তিযোদ্ধা অংশ নেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান। তাদের দলীয় মতাদর্শ উপজেলা প্রশাসনের বিবেচ্য বিষয় নয়। সেকারণে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমরা যারা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মতাদর্শের আওয়ামী লীগ সমর্থক বীর মুক্তিযোদ্ধা তারা ওই অনুষ্ঠানে অংশ নেয়নি। বিশেষ করে যে অনুষ্ঠানে অংশ নিয়ে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া যাবেনা সে অনুষ্ঠানে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব নয় বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে