ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলা পর্ষায়ে তামাক বিরোধী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাত্ব কর্মকর্তাদের নিয়ে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত ওই সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোফাজ্জেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা জুন্নুরাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, গনমাধ্যমকর্মী নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, হুমায়ুন কবির সোহাগ, উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন সৌরভ ও কালীগঞ্জ পরিবেশক সমিতির আব্দুল আলিম প্রমুখ।
কর্মশালায় বক্তাগন বলেন, প্রতি বছর তামাকজাত পন্য ব্যবহারের ফলে বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়। এটি ব্যবহারে নারী পুরুষ উভয়েই জড়িত। এর থেকে বেরিয়ে আসতে সরকারের আইনানুগ পদক্ষেপ বস্তবায়নে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ছাড়াও কর্মশালাতে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, তামাক নিয়ন্ত্রন টাস্কফোর্স কমিটির সদস্য ও গনমাধ্যমের অন্নান্যকর্মীগন অংশ নেয়।