পাবনার সুজানগরে তিন দিনব্যাপী ফলমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফারুক হোসেন চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম জানান, এ বছর মেলায় ৫টি স্টল স্থাপন করা হয়। আর ওই সকল স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির প্রায় ২'শ ফল প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে ওই সকল স্টল ঘুরে দেখেন।