ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সমপ্রসার অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বৃহস্পতিবার (১৯জুন) তিন দিন ব্যাপি ফলজ মেলার উদ্ধোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, শামিমা নাজনীন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, জাহাঙ্গীর আলম অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান ঠাকুরগাঁও, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জামায়েতের সেক্রেটারি রজব আলী, বিএনপির পৌর সভাপতি শাহাজাহান আলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মেলায় ৬টি ফলের স্টল করা হয়েছে, স্টলে দেশিও আম,জাম,কলা,লিচু তরমুজ,পেয়ারা,খেজুর,কাঁঠাল,সহ বিভিন্ন প্রকার ফল স্থান পেয়েছে।