চাটমোহরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৭ এএম
চাটমোহরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

পাবনার চাটমোহর থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক কারবারী নারী হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্বটিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ আনজু খাতুন (৩৭)। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টিম মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্বটিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় রফিকুল ইসলাম পালিয়ে যান। অভিযানে রফিকুলের স্ত্রী আনজু খাতুনকে আটক করা হয়। তাদের ঘরে তল্লাশী চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক কারবারী আনজু খাতুনকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন গাঁজা উদ্ধার ও মাদক কারবারী ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে