কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৭:৪৮ পিএম
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত জাহাঙ্গীর উপজেলার কোলা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মৃত হাসেম আলি বিশ্বাসের ছেলে। এছাড়া তিনি নতুন বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী পদে জাকরি করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মাঠে সেচ মোটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীর বিশ্বাস মারা গিয়েছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে